১৭ ফেব্রুয়ারি, ২০২৩ ০৫:১৯

হবিগঞ্জে বাস উল্টে নিহত তিনজনের পরিচয় মিলেছে

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে বাস উল্টে নিহত তিনজনের পরিচয় মিলেছে

প্রতীকী ছবি

হবিগঞ্জের বাহুবলে বাস দুর্ঘটনায় নিহত চারজনের মধ্যে তিনজনের পরিচয় মিলেছে। বাকি একজনের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন বাহুবল মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) প্রজিৎ কুমার দাস।

নিহতরা হলেন-চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ এলাকার আব্দুল হামিদের ছেলে নাদিম হোসেন (৩৫), হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নের সারের কোনা গ্রামের আব্দুস সালামের ছেলে এনজিও কর্মী জামাল মিয়া (৩৪) ও নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের লোগাও গ্রামের বাসিন্দা এমরান মিয়া (২৫)।

ইন্সপেক্টর (তদন্ত) প্রজিৎ কুমার দাস বলেন, দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হবিগঞ্জের বাহুবলে মহাসড়কের বাগান বাড়ি এলাকায় হঠাৎ করে একটি যাত্রীবাহী বাস উল্টে যায়। এতে চারজনের মৃত্যু হয়। আহত হয় আরো অন্তত ২৫ জন।

বিডি প্রতিদিন/এমআই

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর