বেনাপোল পোর্ট থানা পুলিশ বন্দর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ নজরুল ইসলাম নামে এক ইজিবাইক চালককে আটক করেছে। আটক নজরুলের বাড়ি সীমান্তের গাতিপাড়া গ্রামে। তার বাবার নাম দাউদ হোসেন বিশ্বাস।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুঁইয়া জানান, শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার একটি চৌকস দল বন্দরের অভ্যন্তরীণ সড়কের স্ক্যানিং মেশিনের পাশের সড়কে অভিযান চালায়।
এসময় বেনাপোল বাজারমুখী একটি ইজিবাইক তল্লাশি করে সিটের নিচ থেকে ২৮৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ইজিবাইকের চালক নজরুলকে বাইকসহ আটক করা হয়েছে। রবিবার সকালে মাদক আইনে তাকে আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।বিডি প্রতিদিন/এমআই