সিরাজগঞ্জের শাহজাদপুরের পোতাজিয়া ইউপির নতুনপাড়ায় কৃষি ক্ষেত থেকে বাবলু প্রামাণিক (৪৮) নামের এক ভ্যান চালকের লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে পুলিশ পোতাজিয়া ইউনিয়নের নতুন পাড়ায় থেকে মরদেহটি উদ্ধার করেন। মৃত বাবলু প্রামাণিক উপজেলার মশিপুর গ্রামের সানোয়ার হোসেনের ছেলে। বর্তমানে তার বাবা-মা পাবনার চাটমোহর উপজেলায় বসবাস করেন। পোতাজিয়া নতুনপাড়ায় দীর্ঘ ৩৫ বছর যাবত ভাড়া বাসায় বসবাস করছিলেন।
শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) সাজ্জাদুর রহমান জানান, শনিবার সন্ধ্যায় বাবলু প্রামাণিক বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। সকালে গ্রামের এক শিশু কৃষি ক্ষেতে লাশ দেখতে পেয়ে প্রতিবেশীদের জানায়। পরে সংবাদ পেয়ে মরদেহ উদ্ধারের সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কি কারণে সে মারা গেছে তার কারণ জানা যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।
এ ঘটনায় থানা মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম