৩ দফা দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেছে দিনাজপুরে প্রাথমিক শিক্ষক সমিতি।
রবিবার সকালে দাবিগুলো বাস্তবায়নে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখ সড়কে মানববন্ধন শেষে এ স্মারকলিপি প্রদান করা হয়।
জেলা প্রশাসকের পক্ষে স্বারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মেহেদী হাসান। স্বারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন দিনাজপুর প্রাথমিক শিক্ষক সমিতির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. মোমিনুল ইসলাম, সদস্য সচিব অধীন চন্দ্র সরকার প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল