বেশ কিছু দাবিতে সিরাজগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। রবিবার বেলা ১১টার দিকে শহরের মুক্তির সোপান চত্বরে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষকরা।
স্বারকলিপিতে উল্লেখ করা হয়েছে, ১২ আগষ্ট ২০২০ অর্থ মন্ত্রণালয় কর্তৃক ৮ বছর পর টাইম স্কেল কর্তনের পত্র জারি করেন। এতে ৪৮ হাজার ৭২০ জন টাইম স্কেল উত্তোলনকৃত শিক্ষক চরম ক্ষতির সম্মুখীন হচ্ছে। এ অবস্থায় অধিগ্রহণকৃত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বিধিমালা অনুযায়ী টাইমস্কেল প্রদান ১২ আগষ্ট ২০২০ সালে অর্থ মন্ত্রণালয়েল জারিকৃত পত্র বাতিল ও প্রশাসনিক ট্রাইব্যুনালের রায় বাস্তবানের দাবি জানান বক্তারা।
সমাবেশ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী। এছাড়াও বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক ইসমাইল হোসেন যুগ্ম আহবায়ক মো. গোলাম মোস্তফা, ওমর আলী, সদর উপজেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক গোলজার হোসেন। সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রায়হান কবির।
বিডি প্রতিদিন/হিমেল