খুলনার কয়রায় জাহাঙ্গীর আলম আকাশ নামে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম করা হয়েছে। তাকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রবিবার কয়রা থানায় এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। এর আগে শনিবার রাতে কয়রা হাইস্কুল মোড়ে হামলার ঘটনা ঘটে।
পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে। আহত জাহাঙ্গীর আলম জানান, কুপিয়ে রক্তাক্ত জখম করার পর তার কাছ থেকে এক লাখ ২৫ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে।
কয়রা থানা অফিসার ইনচার্জ (ওসি) এবিএমএস দোহা বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। থানায় মামলা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন