বাগেরহাটের ফকিরহাট উপজেলার পাগলা-শ্যামনগর এলাকায় একটি ভবনের ছাদ থেকে পড়ে মামুন শেখ (৩০) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। নিহত মামুন শেখ ফকিরহাটের সদর ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান জানান, রবিবার দুপুরে উপজেলার পাগলা-শ্যামনগর এলাকার তাপস নামের এক ব্যক্তির একতলা ভবনের ছাদে কাজ করার সময় পা পিছলে নিচে পড়ে যায় নির্মাণ শ্রমিক মামুন শেখ। গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ফকিরহাট হাসপাতালে আসেন। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন স্বজনরা। সেখানে তিনি চিকিৎসাধিন অবস্থায় বিকালে মারা যায় নির্মাণ শ্রমিক মামুন শেখ। এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পারিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম