রংপুর জেলা জাতীয় পার্টির (জাপা) আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা আবুল মাসুদ চৌধুরী নান্টু আর নেই। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে রবিবার রাত সাড়ে ৯টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুর রাজ্জাক।
তিনি জানান, সোমবার দুপুর ২টায় রংপুর কেরামতিয়া জামে মসজিদে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। পরে মুন্সিপাড়া মুক্তিযোদ্ধা কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হবে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।
তার মৃত্যুতে জাতীয় পার্টির নেতা-কর্মীসহ অনেকেই শোক জানিয়েছেন।
বিডি প্রতিদিন/নাজমুল