মুন্সীগঞ্জের গজারিয়ায় পিকআপভ্যানের ধাক্কায় এক ট্রাক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে গজারিয়া উপজেলার জামালদি মেঘনা সেতুর ঢালে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় পিকআপভ্যানের চালককে আটক করা সম্ভব হয়নি।
নিহত ওই ব্যক্তির নাম মো. সহিদুল ইসলাম (৪৫)। সে বরগুনা জেলার পাথর ঘাট উপজেলার আব্দুস সাত্তারের ছেলে। আহত ব্যাক্তির নাম জাকির হোসেন (৫০)।
গজারিয়া থানা হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ এসএম রাসেদুল ইসলাম জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে নিহতের পরিবারকে খবর দেই। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। তিনি আরো জানান, এ ঘটনা কাউকে আটকা করা হয়নি। তবে ঘাতক পিকআপভ্যান ও ট্রাকটি আমাদের হেফাজতে রয়েছে। চালক হেলপার পালিয়েছে।
বিডি প্রতিদিন/এএম