২০ ফেব্রুয়ারি, ২০২৩ ১৫:৪৩

জামালপুরে শিশু ধর্ষণের অভিযোগে সাবেক ইউপি সদস্য গ্রেফতার

জামালপুর প্রতিনিধি:

জামালপুরে শিশু ধর্ষণের অভিযোগে সাবেক ইউপি সদস্য গ্রেফতার

জামালপুরে ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে সাবেক এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার গভীর রাতে ময়মনসিংহ শহরের কুটরাকান্দা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শওকত হোসেন বাবুল (৬০) জামালপুর সদরের ইটাইল ইউনিয়নের সাবেক ইউপি সদস্য।  

নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর তোফাজ্জল হোসেন জানান, জামালপুর সদর উপজেলার ইটাইল ইউনিয়নের সাবেক ইউপি সদস্য বড় ঘাগুরি গ্রামের শওকত হোসেন বাবুল(৬০) গত ১৩ ফেব্রুয়ারী বিকেলে প্রতিবেশী আব্দুল কাদেরের ২য় শ্রেণীতে পড়ুয়া ৮ বছর বয়সী মেয়েকে মাসকলাই দেওয়ার কথা বলে নিজের ঘরে ডেকে আনে। পরে শওকত হোসেন বাবুল তার স্ত্রী বাড়িতে না থাকার সুযোগে ওই শিশুকে ধর্ষণ করে। এই ঘটনার পর শওকত হোসেন পালিয়ে যায় এবং শিশুটিকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার ধর্ষণের শিকার ওই শিশুর বাবা জামালপুর সদর থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে বিভিন্ন তথ্য উপাত্ত ও তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ময়মনসিংহ শহরের কুটুরাকান্দা এলাকা থেকে রবিবার গভীর রাতে অভিযুক্ত শওকতকে গ্রেফতার করে পুলিশ। সোমবার দুপুরে গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

বিডি প্রতিদিন/এএম

 


    

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর