ময়মনসিংহের ফুলপুরে প্রায় ৬৩ হাজার শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানো হয়েছে। আজ সোমবার ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুদের মুখে ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল তুলে দিয়ে এ উপলক্ষে আয়োজিত ক্যাম্পেইন উদ্বোধন করা হয়। ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন ফুলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হুমায়ুন কবির বলেন, আমাদের ফুলপুরে আজ ৬ থেকে ১১ মাস বয়সী ৬ হাজার ৩৩৪ জন ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫৬ হাজার ৫৪৫ জন শিশুকে ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল খাওয়ানোর টার্গেট নেওয়া হয়েছে।
এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হুমায়ুন কবির, পরিসংখ্যান বিদ বিনয় প্রসাদ, এমপিইপিআই টেকনিশিয়ান পরিতোষ প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ