ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফরিদপুর-বরিশাল মহাসড়কের শংকরপাশা নামক স্থানে কাভার্ডভ্যানের ধাক্কায় ইজিবাইকে থাকা বিল্লাল মাতুব্বর (৬০) নামের এক যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন পান্নু শেখ (৬০) ও গনি শেখ (৬৫)। নিহত ও আহতেরা নগরকান্দার ডাঙ্গী ইউনিয়নের শ্রাংগাল গ্রামের বাসিন্দা।
সোমবার বেলা ১০টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, একটি কাভার্ডভ্যান ইজিবাইককে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হয় বিল্লাল মাতুব্বর। আহতদের দ্রুত ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পর স্থানীয়রা উত্তেজিত হয়ে কাভার্ড ভ্যানের চালক ও হেলপারকে মারধর করলে তারা গুরুতর আহত হয়। তাদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ভাঙ্গা হাইওয়ে থানার ওসি তৈমুর ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/এএম