নোয়াখালী সদর উপজেলার আহমদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আহমদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহানের সভাপতিত্বে সোমবার দুপুরে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আলম সেলিম ও স্কুলের প্রধান শিক্ষক হারুনুর রশিদ।
এ সময় সাংবাদিক আকবর হোসেন সোহাগ, আসাদুজ্জামান কাজলসহ স্থানীয় ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। পরে জেলা পরিষদ চেয়ারম্যানকে স্কুলের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। স্কুলের সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহান স্কুলের নবনির্মিত শেখ রাসেল ডিজিটাল ল্যাব, বিজ্ঞানাগারসহ শহীদ মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত বিষয়গুলো অতিথিদের অবগত করেন।
বিডি প্রতিদিন/এমআই