কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে দুই হাজার ইয়াবাসহ মো. জোবায়ের (৩৬) নামে এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারা রিংভং বন চেক স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। জোবায়ের উখিয়ার ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ১০ নম্বর ব্লকের জাফর আহমদের ছেলে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, সকালে মহাসড়কের ডুলাহাজারা এলাকায় পুলিশ তল্লাশি চৌকি বসায়। এসময় চট্টগ্রামগামী শ্যামলী পরিবহনের যাত্রী জোবায়ের এর কাপড়ের ব্যাগ তল্লাশি করে দুই হাজার পিস ইয়াবা পাওয়া যায়। সে এসব ইয়াবা কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে পাচার করছিল। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল