চুয়াডাঙ্গায় জীবনের নিরাপত্তা চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন লাভলী খাতুন নামে এক নারী। তিনি প্রেমের ফাঁদে পড়ে প্রতারিত হয়েছেন বলেও দাবি করেছেন। সোমবার দুপুরে চুয়াডাঙ্গা প্রেসক্লাবে এসে তার অসহায়ত্বের কথা জানান।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক বরাবর আবেদনপত্রে উল্লেখ আছে, চুয়াডাঙ্গায় একটি পরিবহনে এজিএম পদে কর্মরত মো. জিয়াউর রহমান নামে একজনের সাথে তার প্রেম হয়। একপর্যায়ে প্রেমের জালে ফেঁসে নিজের স্বামীকে তালাক দেন লাভলী খাতুন। পরে তারা প্রায় তিন বছর একসাথে থাকেন। এক পর্যায়ে নানা কৌশলে তার কাছ থেকে হাতিয়ে নেয় ২৩ লাখ টাকা। অনেক চাপাচাপির একপর্যায়ে অভিযুক্ত জিয়াউর বিয়ে করলেও শুরু করেন নানান নির্যাতন। এমনকি তাকে কয়েক দফা হত্যার চেষ্টা করা হয়।
লাভলী খাতুন বলেন, ইতিমধ্যে জিয়াউর রহমান তার নামে তালাকনামা পাঠিয়েছেন। এ অবস্থায় তিনি বাধ্য হয়ে দর্শনা আমলি আদালতে একটি মামলা দায়ের করেন। এতে জিয়াউর আরো বেশি ক্ষিপ্ত হয়ে তাকে নানাভাবে হত্যার চেষ্টা করছে। যে কারণে তিনি জেলা প্রশাসক বরাবর জীবনের নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন।
বিডি প্রতিদিন/এমআই