সাভারে বইপ্রেমীদের উৎসাহ দিতে ভাষার মাসে শুরু হলো তেঁতুলঝোড়া বইমেলা।
সোমবার দুপুরে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকায় মরহুম সাংবাদিক ওয়াসিল উদ্দিন গণ পাঠাগারের আয়োজনে নয়দিনব্যাপী এই বই মেলার উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন।
বই মেলায় বিভিন্ন ধরনের বইয়ের অনেক স্টল বসেছে। প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত এই বই মেলায় মানুষ বই কিনতে পারবে।
বই মেলার পাশাপাশি সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও জাতীয় চার নেতার জীবনী নিয়ে কর্ণার করা হয়েছে।
সেখানে মেলায় আসা বই প্রেমীসহ সাধারণ মানুষরা বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার সম্পর্কে বিভিন্ন বিষয়ে জানতে পারবে।
বিডি প্রতিদিন/নাজমুল