বেনাপোল বন্দর দিয়ে আমদানি করা হয়েছে ভারতীয় মহিষের একটি বড় চালান। রবিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে ৫টি ভারতীয় ট্রাকে করে ছোট বড় ৬৪ টি মহিষ ভারতের হরিয়ানা থেকে আমদানি করা হয়েছে।
কাস্টমস ও বন্দর সূত্রে জানা গেছে, মহিষগুলো বাগেরহাটের ফকিরহাটে মহিষ উন্নয়ন প্রকল্প খামারের জন্য আমদানি করা হয়েছে। ঢাকার আমদানিকারক জেনটেক ইন্টারন্যাশনাল লি. এই মহিষগুলো ভারত থেকে আমদানি করে। ভারতের রফতানিকারক প্রতিষ্ঠান হলো নোরায়াল ডেইরী ফার্ম।
শার্শা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বিনয় কৃষ্ণ মন্ডল জানান, মহিষগুলো বাগেরহাটের ফকিরহাট এলাকার মহিষ উন্নয়ন প্রকল্প খামারে নিয়ে যাওয়া হবে। দুধের চাহিদা মেটাতে ৩২ টি মহিষ বাচ্চাসহ আমদানি করা হয়েছে।
বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা শেখ এনাম হোসেন মহিষ আমদানির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মহিষগুলো বেনাপোল কাস্টমস হাউজ থেকে খালাস নিতে মুক্তি এন্টারপ্রাইজ নামের একটি সিএন্ডএফ এজেন্ট রবিবার বিকেলে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেছেন। পরীক্ষা-নিরীক্ষা করে শুল্কায়ন করার পর খালাস দেওয়া হবে। মহিষের আমদানি মূল্য ঘোষণা দেওয়া হয়েছে ৬১ হাজার ৮শ ৪৪ মার্কিন ডলার। এই মহিষের কোনও আমদানি শুল্ক নেই। তবে প্রাণিসম্পদ বিভাগের ছাড়পত্র নিতে হবে।
উল্লেখ্য, এর আগে ২০১৮ সালের ৯ মে বেনাপোল দিয়ে ১০০টি মহিষ আমদানি করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল