প্রায় একযুগ পর সিলেটের বিশ্বনাথ উপজেলায় অনুষ্ঠিত হয়েছে গ্রমীণ জনপদের ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা।
আজ সোমবার সকাল ১০টায় উপজেলার দেওকলস ইউনিয়নের মটুককোনা গ্রামের উত্তরের ধানি জমিতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। স্থানীয় মটুককোনা গ্রামের লোকমান মিয়ার উদ্যোগে অনুষ্ঠিত হয় এই ঘোড়দৌড়।
আগামীকাল মঙ্গলবার চূড়ান্ত প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কার দেয়া হবে জানান আয়োজকরা।
এই দৌড়ে বাহারি রঙ ও নামেরর ৯০ টি ঘোড়া ও ঘোড়সওয়ারের দল অংশ নিয়েছে। অংশ নেয়া ঘোড়া গুলোর নামেও ছিল চমক। প্রতিটি পরিচিত আলাদা নামে। ‘পঙ্খীরাজ’, ‘বনরাজ’, ‘ফাইটার’, ‘বিজয় সিং’, ‘সুলেমান রাজা’, ‘মাটির ময়না; ‘দুলদুল’, ‘আমির সুলতান’, রূপসাগর’, ‘রংবাজ’, ‘সূর্যকিরণ’, ‘উড়াল পংকি’, ‘টাইগার’, ‘জরিনা’, ‘আবিদ বাদশা’, ‘সভা সুন্দরী’,‘ বাংলার ফুল’, ‘রণজিৎ’, ‘দুই ভাইয়ের মায়া’, ‘লাদেন’,-এ রকম নানা কিসিমের নাম ৯০টি ঘোড়া।
দৌড় উপভোগ করতে আসা দর্শকরা জানান, দারুণ উপভোগ্য এ ঘোড় দৌড় প্রতিযোগিতা। দীর্ঘদিন পর এক সময়ের জনপ্রিয় এ প্রতিযোগিতা উপভোগ করতে পেরে তারা আনন্দিত।
অয়োজক লোকমান মিয়া ‘বাংলাদেশ প্রতিদিন’কে বলেন, প্রাচীন বাংলার ঐতিহ্য ছিল ঘোড় দৌড়। আমরা ছোটবেলা থেকেই দেখেছি আমাদের পূর্ব পুরুষেরা এ প্রতিযোগিতার আয়োজন করতেন। এ উপলক্ষ্যে এলাকায় উৎসবের আমেজ বিরাজ করতো। আজ দীর্ঘ ১০-১২ বছর পর আমরা এ আয়োজন করেছি। আয়োজনে দর্শনার্থীদের উপস্থিতি অকল্পনীয়। এখন থেকে প্রতি বছর ঘোড় দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হবে।
বিডি প্রতিদিন/নাজমুল