আশুলিয়ায় দুই কিশোরীকে অপহরণের ধর্ষণের ঘটনায় আব্দুর রশিদ (৫০) নামের এক অপহরণকারীকে আটক করেছে র্যাব । সেই সাথে অপহৃত দুই কিশোরীকে উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে আটককৃত অপহরণকারীকে আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানায় উপ পরিদর্শক (এসআই) অপূর্ব সাহা।
তিনি বলেন, রবিবার রাতে আশুলিয়ার নবীনগর এলাকার থেকে তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে আধা ঘণ্টা পর রাত ১১টার দিকে কুরগাঁও থেকে দুই অপহৃতকে উদ্ধার করা হয়। আটককৃত আব্দুর রশিদ (৫০) চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা থানার দর্শনা এলাকার মৃত শামসুর রাহমানের ছেলে। তিনি আশুলিয়া থানার কুরগাঁও পুরাতন পাড়া এলাকার মোতালেব মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আশুলিয়ার বগাবাড়ী এলাকার একটি প্রিন্টিং কারখানায় চাকরিরত দুই কিশোরী গত ১৫ ফেব্রুয়ারি দুপুর ১টার দিকে অফিসের দুপুরে খাবারের সময় নবীনগর এলাকার জাতীয় স্মৃতিসৌধে ঘুরতে যায়। তখন আটককৃত আব্দুর রশিদ তাদের পিছু নিয়ে বিভিন্ন কৌশলে প্রলোভন দেখিয়ে কথা বলতে থাকে। কথাবার্তার এক পর্যায়ে বেশি বেতনে চাকরির ব্যবস্থা করে দেবে বলে তার সাথে যাওয়ার জন্য বলে। কিন্তু যেতে না চাইলে ভয়- ভীতি প্রদর্শন করে বিকেল সাড়ে পাঁচটার দিকে তাদের ইচ্ছের বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। পরে সেখানে তাদেরকে আটকে রাখে।
পরে অপহৃত এক কিশোরীর বাবা মেয়ে নিখোঁজের ব্যাপারে র্যাব-৪ এর সিপিসি-২ এ একটি অভিযোগ দেন। র্যাব-৪ রাত সাড়ে ১০ টার দিকে তথ্য প্রযুক্তির মাধ্যমে আশুলিয়ার নবীনগর এলাকা থেকে অপহরণকারীকে আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কুরগাঁও এলাকার আটককৃত আব্দুর রশিদের বর্তমান ঠিকানা থেকে অপহৃত দুই কিশোরীকে উদ্ধার করে র্যাব।
এই বিষয়ে আশুলিয়া থানায় উপ পরিদর্শক (এসআই) অপূর্ব সাহা বলেন, তারা ধর্ষণের শিকার কিশোরীর বাসায় গিয়ে তার সঙ্গে ও তার মায়ের সঙ্গে কথা বলেছে। পরে কিশোরীদের ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়। অপহরণকারীর বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক