কুড়িগ্রামের রৌমারী উপজেলায় পৃথক তিনটি ঘটনায় সোমবার নারী ও শিশুসহ তিনজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার দুপুরের পর পৃথক এ ঘটনা ঘটে। উপজেলার কর্তিমারী সায়দাবাদ সুইচ গেট এলাকায় জিহাদ মিয়া (১০) নামের এক শিশু সোমবার দুপুরে গাড়ি চাপায় মারা যায়।
নিহত ওই শিশু একই এলাকার জিয়া রহমানের ছেলে। এছাড়াও একইদিনে উপজেলার বন্দরনর ইউনিয়নের চর টাপুর চর জামাই পাড়া এলাকায় স্ত্রীর সাথে অভিমান করে আরিফুর ইসলাম নামের একজন আত্মহত্যা করে। এদিকে, উপজেলার যাদুরচর ইউনিয়নের খেয়ারচর চর পাড়া এলাকার শহিমন বেগম (৬০) নামে এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
নিহত নারী ওই এলাকার মো.শহিদ মিয়ার স্ত্রী। এ ব্যাপারে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুপ কুমার সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন দুর্ঘটনার শিকার গাড়ী এবং ড্রাইভারকে আটক করা হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক