লক্ষ্মীপুরে বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করা হয়েছে। একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাত ১২টা ১মিনিটে লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ।
প্রথমে শ্রদ্ধা জানান লক্ষ্মীপুর-৩ সদর আসনের এমপি এক এম শাহজাহান কামাল, লক্ষ্মীপুর-২ আসনের এমপি নুর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ। এরপর পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানান।
এছাড়া দিনব্যাপি নানা আয়োজনে দিবসটি পালন করছেন জেলাবাসী।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ