২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগ জেলার পৌর কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছে।
একুশের প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে কেন্দ্রীয় পৌর শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তারা।
এ সময় গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা, সরকারি বঙ্গবন্ধু কলেজ ছাত্রলীগের আহ্বায়ক দিদারুল ইসলাম দিদার, যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান শাকিল, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ মোল্লা, ফাদলিল হাসান আলীফসহ জেলা ছাত্রলীগ, উপজেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বিডিপ্রতিদিন/কবিরুল