খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। প্রথম প্রহরে খাগড়াছড়ির কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় হাজারো মানুষ।
জেলার চাকমা, মারমা ও ত্রিপুরা ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মানুষও শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করে। শহীদদের প্রতি ফুলেল ভালোবাসা অর্পণ করে সকলে।
প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স এর চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, নারী সংসদ সদস্য বাসন্তি চাকমা, সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, পুলিশ সুপার মো. নাইমুল হক, পৌরসভার মেয়র নির্মলেন্দুসহসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ।
সকালে সর্বস্তরের মানুষ, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে শহীদ মিনারে। দিবসটি উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি পালন করা হচ্ছে।
বিডিপ্রতিদিন/কবিরুল