মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে ময়মনসিংহের হালুয়াঘাটে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের মানুষ। একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা জানাতে আসা মানুষের ফুলে ফুলে ভরে যায় বাঙালির শোক আর অহংকারের শহীদ মিনার।
মঙ্গলবার দিবাগত রাত ১২ টা ১ মিনিটে পৌর শহরে স্থাপিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিক সূচনা হয়। মালঞ্চ প্রদানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হালুয়াঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য জুয়েল আরেং।
পরে উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা হাসান, সহকারী কমিশনার (ভূমি) আফরোজা আফসানা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. খায়রুল আলম ভূঞা, সিনিয়র সহকারী পুলিশ সুপার (হালুয়াঘাট সার্কেল) সাগর দীপা বিশ্বাস, থানা অফিসার ইনচার্জ মো. শাহীনুজ্জামান খানসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।ৎ
এছাড়াও শ্রদ্ধা জ্ঞাপন করে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন, হালুয়াঘাট পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ, হালুয়াঘাট উপজেলা প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন। মালঞ্চ প্রদান শেষে শহীদদের শ্রদ্ধায় ১ মিনিট নিরবতা পালন করা হয়।
দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া শিমুলকুচি গ্রামে বসবাসরত ভাষা শহীদ আ. জব্বারের পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও দোয়ায় অংশগ্রহণ করবে উপজেলা প্রশাসন।
বিডিপ্রতিদিন/কবিরুল