মহান একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে মঙ্গলবার মাগুরায় মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর ও জেলা প্রশাসক আবু নাসের বেগের নেতৃত্বে প্রভাতফেরির আয়োজন করা হয়। সেখানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারি, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
একুশের প্রথম প্রহরে রাত ১২টা এক মিনিটে স্থানীয় ২ সংসদ সদস্য, জেলা প্রশাসনসহ সর্বস্তরের মানুষ মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ শহীদ মিনারের পুষ্পস্তবক অর্পণ করেন। এ ছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলায় দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল