চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় একুশে ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে নবাবগঞ্জ সরকারি কলেজের কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন, পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিব, পৌর মেয়র মোখলেসুর রহমানসহ বীর মুক্তিযোদ্ধা, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সামাচিক ও সাংস্কৃতিক সংগঠন।
পরে সকালে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর রহমান এমপি ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওদুদ এমপিসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ পুস্পস্তবক অর্পণ করেন।
এদিকে বাদ জোহর ভাষা শহিদদের রুহের মাগফেরাত কামনা করে জেলার সকল মসজিদে দোয়া এবং মন্দির, গির্জা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। এছাড়া বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বঙ্গবন্ধু মঞ্চে শহিদ দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা, পুরষ্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল