মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মঙ্গলবার রাত ১২ টা ১ মিনিটে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এর পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে পার্বত্য জেলা বান্দরবানে একুশের কর্মসূচির সূচনা হয়।
জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, মুক্তিযোদ্ধা সংসদ ও বাংলাদেশ আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহ বান্দরবান কেন্দ্রীয় শহীদ মিনারে একে একে পুষ্পার্ঘ্য অর্পন করেন।
সকালে জেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা স্থানীয় কালেক্টরেট সভাকক্ষে অনুষ্ঠিত হয়। এছাড়া বিভিন্ন সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে।
বিডিপ্রতিদিন/কবিরুল