জয়পুরহাটে বাস ও আলুবোঝাই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ফারুক হোসেন (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ভ্যানচালক আজিজুল হক বাবু। শুক্রবার সকালে জয়পুরহাট সদর উপজেলার গতনশহর এলাকায় জয়পুরহাট-হিলি সড়কে এই দুর্ঘটনা ঘটে।জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত কৃষক ফারুক হোসেন জেলার পাঁচবিবি উপজেলার পূর্ব আটাপুর গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে। আহত ভ্যানচালক আজিজুল হক বাবু পাঁচবিবি উপজেলার পূর্ব আটাপুর গ্রামের মৃত কোবাত আলীর ছেলে।
ওসি সিরাজুল ইসলাম জানান, কৃষক ফারুক হোসেন আটাপুর থেকে ব্যাটারিচালিত ভ্যানে করে কালাইয়ের একটি হিমাগারের আলু রাখতে যাচ্ছিলেন। পথে গতনশহর এলাকায় পৌঁছালে একটি দ্রুতগ্রামী বাস সামনাসামনি ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ফারুক হোসেন মারা যান। এসময় গুরুতর আহত অবস্থায় ভ্যানচালক আজিজুল হক বাবুকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়।ওসি আরও জানান, যাত্রীদের নামিয়ে দিয়ে বাসটি নিয়ে চালক ও তার সহকারী পালিয়ে যায়। তাদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ