দেশব্যাপী বিএনপি-জামায়াত জোটের নৈরাজ্য আগুন সন্ত্রাস ও নাশকতার প্রতিবাদে কুড়িগ্রামে শান্তি সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলো। শনিবার দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে সংগঠনের নেতাকর্মীরা শহরে শান্তি মিছিল বের করে শহর প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়।
এ সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ জাফর আলী, সাধারণ সম্পাদক আমান উদ্দিন মঞ্জু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এড.আব্রাহাম লিংকন, সাইদ হাসান লোবান ও যুগ্ম সম্পাদক জিল্লুর রহমান টিটু, অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ