বগুড়ায় ১০ হাজার ৬৮০টি ইয়াবাসহ তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-১২।
শুক্রবার রাত ১০টায় শাজাহানপুর উপজেলার সাজাপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, বগুড়ার গাবতলীর দুর্গাহাটা এলাকার আ: মালেকের ছেলে মানিক মিয়া, কাহালু উপজেলার সাগাটিয়া এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে রবিউল ইসলাম রানা এবং একই উপজেলার সারাই এলাকার মাহবুবুল আলম। এদের মধ্যে মানিক মিয়া হত্যা, ছিনতাইসহ একাধিক মামলার আসামি।
শনিবার বেলা ১১টায় র্যাব-১২ বগুড়ার স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম সংবাদ সম্মেলন করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম থেকে বগুড়াগামী একটি বাসে অভিযান চালানো হয়। এ সময় যাত্রীবেশে থাকা মানিক, মাহবুবুল ও রবিউলের সিটে একটি শপিং ব্যাগে তল্লাশি করে ১০ হাজার ৬৮০ পিস ইয়াবা পাওয়া যায়। তাদের কাছ থেকে চারটি মোবাইলসহ নগদ ২ লাখ ৪ হাজার টাকা জব্দ করা হয়। তিনি আরো জানান, গ্রেফতার হওয়া ওই তিন আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে তাদেরকে শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল