বিএনপি ও জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্য রুখতে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখাতে পাবনায় শান্তি সমাবেশ করেছে পাবনা জেলা আওয়ামী লীগ। শনিবার দুপুরে এ সমাবেশ পালন করেন নেতাকর্মীরা।
এ উপলক্ষে দলের বিভিন্ন ইউনিটের সমন্বয়ে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে একটি বিশাল শান্তি মিছিল বের করা হয়। শনিবার দুপুরে সমাবেশের লক্ষ্যে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগসহ দলীয় বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা বড় বড় মিছিল নিয়ে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন।
এসময় নেতাকর্মীদের বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে সমাবেশস্থল। এরপর বের হয় শান্তি মিছিল। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এসে শেষ হয়। মিছিল শেষে শান্তি সমাবেশে বক্তব্য দেন নেতাকর্মীরা।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, সংরক্ষিত মহিলা আসনের (পাবনা-সিরাজগঞ্জ) সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেনসহ একাধিক নেতাকর্মী এসময় বক্তব্য দেন।
অন্যদিকে একই দিনে একই সময়ে সরকার বিরোধী আন্দোলনের অংশ হিসেবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদসহ ১০ দফা দাবি তুলে পদযাত্রা করেছে পাবনা জেলা বিএনপি। পুলিশের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তারা এ পদযাত্রা করেন। একই দিন ও একই সময়ে দুটি দলের কর্মসূচিকে ঘিরে পাবনায় আতঙ্ক বিরাজ করলেও অপ্রীতিকর কোনো ঘটনা ঘটতে দেখা যায়নি।
বিডি প্রতিদিন/এমআই