বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং কেন্দ্রীয় কৃষকলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পরামর্শে সারাদেশের জেলা উপজেলায় কৃষকলীগকে শক্তিশালী করার জন্য সম্মেলন, বর্ধিত সভা, কৃষক সমাবেশ করে যাচ্ছি। আপনারা জানেন সামনে জাতীয় নির্বাচন, এই উপলক্ষে সংগঠনকে সুসংগঠিত করতে কাজ করছি। আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাসী একটি দল। গণতান্ত্রিক প্রক্রিয়ায় আগামীতে সরকার গঠনের ফয়সালা হবে।
তিনি আরো বলেন, বর্তমান সরকার দেশের সকল সেক্টরে ব্যাপক উন্নয়ন করেছেন এবং করে যাচ্ছেন। আর এ জন্য দেশ বিরোধী অপশক্তি সারাদেশে পদযাত্রার নামে, দেশের সামগ্রিক উন্নয়ন বাধাগ্রস্ত করতে চায়। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, কোনো অপশক্তিই শেখ হাসিনার এসব উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারবে না। আগামী সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয় পাবে আওয়ামী লীগ।
শনিবার দুপুরে শরীয়তপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে কৃষক লীগের বর্ধিত সভায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর ১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেন অপু।অনুষ্ঠান আরও উপস্থিত ছিলেন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটি সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মিয়ান আব্দুল ওয়াদুদ, বীর মুক্তিযোদ্ধা শরীফ আশরাফ, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবিদুর রহমান খোকা শিকদার, শরীয়তপুর পৌরসভার মেয়র পারভেজ রহমান জনসহ নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/হিমেল