টাঙ্গাইলে পুলিশের বাধায় বিএনপির পদযাত্রা পণ্ড হওয়ার অভিযোগ উঠেছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার ‘গণতন্ত্র পুনরুদ্ধার’ ও ১০ দফা দাবিতে টাঙ্গাইল পৌর এলাকার ১১ নম্বর ওয়ার্ডে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালের বাসভবন শহরের বেপারিপাড়া থেকে পদযাত্রা শুরু হয়। পরে শান্তিকুঞ্জ মোড়ে গেলে পদযাত্রা পুলিশের বাধার মুখে পড়ে। পুলিশের বাধায় সেখানেই পদযাত্রা শেষ করে তারা।
শনিবার দুপুরে শহরের বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতাকর্মীরা বেপারীপাড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালের বাসভনের সামনে সমবেত হতে থাকে। এ সময় পদযাত্রাপূর্ব সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান।
টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির শিশু বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী, ঢাকা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির অহমেদ টিটো, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন ও ওবায়দুল হক নাসির প্রমুখ। এসময় বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই