বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ সকল বিরোধী দলীয় নেতাকর্মীর মুক্তি ও গণতন্ত্র পুনপ্রতিষ্ঠার দশ দফা দাবি আদায়ের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় পদযাত্রা হয়েছে। শনিবার সকালে জেলা বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ পদযাত্রার আয়োজন করা হয়।
পদযাত্রাটি ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের সামনে থেকে শুরু হয়ে কালিবাড়ি মোড়ে গিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপির আহ্বায়ক মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ প্রমূখ।
বিডি প্রতিদিন/হিমেল