কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের এক ইমামকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সকাল ৯টার দিকে উখিয়ার ক্যাম্প-২০ এর পাহাড়ি এলাকার একটি খালের কাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনার পর পুরো ক্যাম্প এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ক্যাম্প প্রশাসনের সহযোগিতায় পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে উখিয়া থানার ডিউটি অফিসার জানিয়েছেন।
নিহত ব্যক্তি হলেন উখিয়ার ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের সাব ব্লক এইচ-৭৯-এর বাসিন্দা মৃত মিয়া চাঁনের ছেলে মৌলভী সামসু আলম (৩৮)। তিনি ওই রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের সাব ব্লক এইচ-৮৮ অবস্থিত একটি মসজিদের ইমাম হিসেবে কর্মরত ছিলেন।
গত কয়দিনের ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এর মধ্যে একজন রোহিঙ্গা নেতা। অপরজন মসজিদের ইমাম। এছাড়া দুই রোহিঙ্গা শিশু গুলিবিদ্ধ হয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।
এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, শুক্রবার নামাজের পর থেকে সামসু আলম নিখোঁজ ছিল। শনিবার সকালে তার লাশ পাওয়া যায়।
১৪ এপিবিএন অধিনায়ক অতিরিক্ত ডিআইজি ছৈয়দ হারুন রশীদ বলেন, ফজরের নামাজ পড়াতে মৌলভী সামসু আলম বাসা থেকে বের হন। নামাজের পরও তিনি ফিরে আসেননি। পরে লোকজন পাহাড়ি খালের পাশে একটি মরদেহ পড়ে আছে দেখে পুলিশকে খবর দেন। পরে স্থানীয়রা সেটি মৌলভী সামসুর মরদেহ বলে শনাক্ত করেন।
বিডি প্রতিদিন/এমআই