সারাদেশের মতো চুয়াডাঙ্গাতেও বিএনপির আয়োজনে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে চুয়াডাঙ্গা শহরতলী ভিমরুল্লা এলাকা থেকে সার্কিট হাউজ পর্যন্ত এ পদযাত্রা অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া।
পরে সার্কিট হাউজ সংলগ্ন মাঠে পথসভা করে নেতৃবৃন্দ। জেলা বিএনপির সদস্য সচিব শরীফুজ্জামান শরীফের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া। এছাড়াও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য খোন্দকার আব্দুল জব্বার সোনাসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনসমুহের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/এএ