পটুয়াখালীর গলাচিপায় আলিফ নামে দেড় বছরের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার গজালিয়া ইউনিয়নের ইছাদি গ্রামে এ ঘটনা ঘটে। আলিফ ওই গ্রামের আলী মাঝির ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, শনিবার সকালে বাবা আলি মাঝি ও মা নাজু বেগম এক মেয়ে ও এক ছেলে বাড়িতে রেখে পাশের বাড়িতে দিনমজুরের কাজ করতে যায়। সকাল ১০টার দিকে বাড়ির অন্য ছেলে-মেয়েদের সঙ্গে উঠানে ও পুকুর পাড়ে আলিফ খেলা করছিল।
কোনো এক সময় সকলের অগোচরে পুকুরের পাড় থেকে শিশুটি পানিতে পড়ে যায়। মা নাজু বেগম বাড়িতে খোঁজ নিয়ে ছেলেকে দেখতে না পেয়ে চিৎকার শুরু করেন। পরে স্থানীয়রা পুকুর থেকে শিশুটিকে তীরে উঠায়। তাৎক্ষণিক স্থানীয়রা শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গজালিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান বিশ্বাস ও গলাচিপা থানার এসআই মৃনাল চন্দ্র সিকদার ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
বিডি প্রতিদিন/এমআই