রংপুরের মিঠাপুকুর উপজেলায় হাতকড়াসহ মাদক বিক্রেতা পালিয়ে যাওয়া ঘটনা ঘটেছে। পরে হাতকড়া ফেরত দিতে আসা আসামির ছোট ভাইকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানার ওসি মোস্তাফিজার রহমান। এর আগে বুধবার মিঠাপুকুরে বৈরাতি পুলিশ তদন্ত কেন্দ্রের হাতকড়াসহ সুভাষ চন্দ্র দাস নামে একজন মাদকবিক্রেতা পালিয়ে যায়। ওই ঘটনায় শুক্রবার সন্ধ্যায় পুলিশের এক এসআই ও এএসআইকে ক্লোজড করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই দিন বিকেলে মির্জাপুর ইউনিয়নের তুলসীডাঙ্গা বিল এলাকায় অভিযান পরিচালনা করেন বৈরাতি পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক ইউনুস আলী, সহকারী উপ-পরিদর্শক রবিউল ইসলামসহ সঙ্গীয় ফোর্স। এ সময় তারা ২৫০ গ্রাম গাজাসহ মাদক ব্যবসায়ী সুভাষ চন্দ্র দাসকে (৪৫) গ্রেফতার করে। তার দেওয়া তথ্যের উপর ভিত্তি করে সুভাষকে নিয়ে ইমাদপুর ইউনিয়নের ফরিদপুর এলাকার দুলু মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সুযোগ বুঝে গ্রেফতারকৃত সুভাষ চন্দ্র দাস হাতকড়াসহ পালিয়ে যায়। বিভিন্ন স্থানে অভিযান চালিয়েও তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। পরে হাতকড়া ফেরত দেওয়ার জন্য সুভাষ চন্দ্র দাসের ছোটভাই সুশিল চন্দ্র দাস এলে তাকে গ্রেফতার করা হয়।
মিঠাপুকুর থানার ওসি মোস্তাাফিজার রহমান জানান, এই ঘটনায় মিঠাপুকুর থানায় মামলা করা হয়েছে। দুই পুলিশকে ক্লোজ করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল