কুড়িগ্রামে খামারী ও উদ্যোক্তাদের নিয়ে জেলা পর্যায়ে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। খামারী এবং উদ্যোক্তাদের উজ্জীবিত করতে এই প্রদর্শনীর আয়োজন করে কুড়িগ্রাম জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর।
শনিবার দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্ত্বরে প্রাণিসম্পদ প্রদর্শনীতে প্রায় অর্ধশতাধিক স্টল বসে। এতে গরু, মহিষ, ঘোড়া, ছাগল, দেশী-বিদেশী কবুতর, পাখি এবং প্রাণীদের খাদ্য উৎপাদনের নানা উন্নত প্রযুক্তি প্রদর্শন করা হয়। এ অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেদুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ ও ভেটেনারী হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক মোশাররফ হোসেন,সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এ আর এম আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, যাত্রাপুর ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ