কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি দলীয় নেতা-কর্মীদের বলেছেন, আরেকটি কঠিন আন্দোলনের প্রস্ততি নিতে হবে। যে আন্দোলনের নাম হবে তুফান গতির আন্দোলন। কোনো কিছুতেই আন্দোলন থামানো যাবে না। পাড়া, মহল্লা, ইউনিয়ন, থানা, বিভাগে এবং সর্বশেষ ঢাকা শহরে আন্দোলন ছড়িয়ে দিতে হবে।
শনিবার বিকালে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবিতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি আয়োজিত পদযাত্রার আগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
এ্যানি বলেন, জনগণ রাস্তায় নেমেছে, তারা এখন ঘুরে দাঁড়িয়েছে। এ জনগণ খালেদা জিয়ার, এ জনগণ তারেক রহমানের তা বুঝিয়ে দিতে হবে। বিএনপির পেছনে দেয়াল, তাই পেছনে যাওয়ার কোনো সুযোগ নেই। বিএনপিকে সামনে এগিয়ে যেতে হবে।
সমাবেশ শেষে শহরের গোডাউন রোডের বশির ভিলার সামনে থেকে পদযাত্রা শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের দক্ষিণ তেমুহনীতে গিয়ে শেষ হয়। এতে চট্রগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ (ভিপি হারুন), জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, মাইন উদ্দিন চৌধুরী রিয়াজসহ প্রায় ৫ হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
বিডিপ্রতিদিন/কবিরুল