বগুড়ায় বাইসাকেলযোগে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তৌহিদ (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার রাত ৮টার দিকে শাজাহানপুর উপজেলার মিয়াপাড়া এলাকার একটি কলেজের সামনে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তৌহিদ সদরের ফুলবাড়ির জয়পুরপাড়ার মৃত হবিবর রহমানের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী।
তিনি জানান, তৌহিদ নামে এক ব্যক্তি বগুড়ায় একটি কোম্পানিতে কাজ করতেন। কাজ শেষ করে শনিবার রাত ৮টার দিকে তিনি বাইসাইকেল চালিয়ে বাড়ি যাচ্ছিলেন। পথে শাজাহানপুর উপজেলার মিয়াপাড়া কবরস্থান সংলগ্ন ইসলামী কলেজের সামনে মহাসড়কের উপর একটি অজ্ঞাত গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে বাইসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/এমআই