ময়মনসিংহ সদরে সাদ্দাম হোসেন (২৭) নামে এক পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে বাঘেরকান্দা নিজকল্পা এলাকার একটি মেহগনি গাছের বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
তিনি সুনামগঞ্জের দিরাই থানায় কনস্টেবল হিসাবে কর্মরত ছিলেন। কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত শুক্রবার রাত ১১ টার দিকে রাতের খাবার খেয়ে বাড়ি থেকে বের হন সাদ্দাম। পরে আর বাসায় ফিরে আসেননি। শনিবার বিকাল ৪ টার দিকে এক নারী স্থানীয় আমিনুল ইসলামের মেহগনি বাগানে পাতা কুড়াতে গিয়ে সাদ্দামের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে আশেপাশের লোকজনকে বিষয়টি জানালে থানায় খবর দেওয়া হয়। এর এক ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।
ওসি আরও জানান, নিহতের গলায় দাগ পাওয়া গেছে। মৃত্যুর কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ। কিছুদিন আগে ছুটিতে বাড়ি আসেন সাদ্দাম। তবে ছুটির মেয়াদ শেষ হলেও কর্মস্থলে যাননি তিনি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ