রাঙামাটি কাপ্তাই হ্রদ থেকে মো. গিয়াস উদ্দিন নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের রিজার্ভ বাজার এলাকার ঘাট থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত যুবক ওই এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, রাঙামাটি শহরের রিজার্ভ বাজার এলাকার ঘাট পাড়ে একটি লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেছে।
রাঙামাটি কোতয়ালী থানার কর্মকর্তা (ওসি) মো. আরিফুর আমিন জানান, যুবকটির পরিচয় নিশ্চিত করেছে তার পরিবার। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।
বিডি প্রতিদিন/এমআই