নোয়াখালী সদরের কাদিরহানিফ ইউনিয়নের রহমানিয়া দাখিল মাদরাসায় চতুর্থ শ্রেণির কর্মচারি নিয়োগে অনিয়ম ও দূর্ণীতির অভিযোগ তুলে মানববন্ধন করেছে চাকরি প্রার্থী ও স্থানীয় এলাকাবাসী। রবিবার সকাল ১১টায় মাদরাসার সামনে এ কর্মসূচি পালন করে তারা। এ নিয়ে চলছে এলাকায় উত্তেজনা। তারা পুনরায় পরীক্ষা নিয়ে স্বচ্ছভাবে ফলাফল ঘোষণা করার দাবি জানান।
মানববন্ধনে চাকরি বঞ্চিতদের মধ্যে সোয়ায়েব হোসেন মিঠু, আবদুর রহমান, শারমিন আক্তার, হাছিনা আক্তার ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তি নয়ন আহমেদ (দাতা), কাউসার আহমেদ অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, গত ১০ ফেব্রুয়ারি মাদরাসার নিরাপত্তাকর্মী ও আয়া পদে লিখিত এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ না করেনি। উল্টো লিখিত পরীক্ষায় ১ম, ২য় ও তৃতীয়দের নিয়োগ না দিয়ে পরবর্তীতে ৬ষ্ঠ হওয়া ব্যক্তিকে নিরাপত্তাকর্মী পদে নিয়োগ দেয়া হয়। মাদরাসার সুপার অর্থের বিনিময়ে তার পরিচিত ব্যক্তিকে দুর্নীতির মাধ্যমে নিয়োগ দিয়েছে। এতে যোগ্য ব্যক্তি চাকরি বঞ্চিত হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নিয়োগ স্থগিত করে ঘটনার সঙ্গে যুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে মানববন্ধনে অংশগ্রহণকারীরা।
যদিও অভিযোগ অস্বীকার করে রহমানিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. শিহাব উদ্দিন বলেন, মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে সর্বোচ্চ নম্বর প্রাপ্তদের নিয়োগ দেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এএ