সিরাজগঞ্জে অবৈধভাবে হেরোইন বহনের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত। একই সাথে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
রবিবার সকালে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এ আদেশ দেন। আসামি রাজশাহী জেলার গোদাগাড়ি থানার ছয়ঘাটি এলাকার আব্দুল হাকিমের ছেলে আহামাদুল্লাহ (৩২)।
রবিবার দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের স্টেনোগ্রাফার রাশেদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ৫ সেপ্টেম্বর রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাসে তল্লাশি করতে থাকে। এসময় মাদক কারবারি আহামাদুল্লাহ দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে র্যাব তার শরীরে তল্লাশি চালিয়ে ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করে। এ ঘটনায় র্যাব বাদি হয়ে সলঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন। মামলা চলাকালীন সময়ে ৮ জনের সাক্ষ্যপ্রমাণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এই দণ্ড দেন।
বিডি প্রতিদিন/এএ