মাগুরার শালিখায় বৃহত্তর যশোর ও কুষ্টিয়া অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিনব্যাপী কৃষি মেলা শুরু হয়েছে। আজ রবিবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে এ মেলার উদ্বোধন করেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আ্যাডভোকেট কামাল হোসেন। বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আলমগীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ্যাডভোকেট শ্যামল কুমার দে, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম ও জেসমিন আক্তার, পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মিলন কুমার ঘোষ, স্থানীয় আড়পাড়া ইউপি চেয়ারম্যান আরজ আলী বিশ্বাস, শালিখা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুবক্কার মাস্টার।
মোলায় উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত কৃষকরা তাদের উৎপাদিত উন্নত জাতের পুষ্টিগুণ সমৃদ্ধ ফল মূলসহ বিভিন্ন প্রকার সবজি প্রদর্শন করেন। শালিখা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মেলাটি ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
বিডি প্রতিদিন/এএ