কিশোরগঞ্জে ধান ক্ষেত থেকে মোহাম্মদ মোহন (১৭) নামে এক কিশোরের লাশ উদ্ধার করছে পুলিশ। রবিবার দুপুরে সদর উপজেলার যশোদল ইউনিয়নের কোণামাটি গ্রামের মোহাম্মদ ফজলুল হকের ধান ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। তিনি কোণামাটি গ্রামের দুলু মিয়ার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ধান ক্ষেত লাশ দেখতে পেয়ে এলাকাবাসী স্থানীয় চেয়ারম্যানকে জানায়। চেয়ারম্যান পুলিশকে জানালে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ-২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কিশোরগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) তরিকুল ইসলাম জানান, তার শরীরে তেমন কোনো গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এএম