মূল্য তালিকা দৃশ্যমান না রাখা এবং নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশে পরিচালনা ও ভেজাল গুড় ব্যবহার করায় দিনাজপুর শহরের চারটি হোটেলকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম রুনি। এ সময় উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য অফিসার মুসফিকুর রহমান।
রবিবার দিনাজপুর শহরের বাহাদুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে তিনটি হোটেলকে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং ক্যামিকেল রং ও ভেজাল গুড় মিশিয়ে খাদ্য সরবরাহর দায়ে আরেকটি হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম রুনী জানান, মূল্য তালিকা দৃশ্যমান না রাখা এবং নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে পরিচালনা করায় দিনাজপুর শহরের বাংলাদেশ হোটেল, মোজাম্মেল টি স্টল ভাতের হোটেল ও জাবেদ হোটেলকে জরিমানা করা হয়। এছাড়াও দিনাজপুর সদরের চেরাডাঙ্গী মেলায় ক্যামিকেল রং ও ভেজাল গুড় মিশিয়ে খাদ্য সরবরাহের দায়ে তিনভাই হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিডি প্রতিদিন/এএ