চাঁদপুর মতলব উত্তর উপজেলার মোহনপুর পর্যটন কেন্দ্রে পিকনিক করতে এসে মেঘনায় গোসল করতে নেমে নিখোঁজ ক্যামব্রিয়ান স্কুল এ্যান্ড কলেজ নারায়ণগঞ্জ শাখার শিক্ষার্থী সুসমিত সাহার মরদেহ উদ্ধার করেছেন। সুসমিত সাহা ব্রাক্ষ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার কাইতলা গ্রামের শুবিংশু সাহার ছেলে।
কোস্টগার্ড কমান্ডার আব্দুর রহমান জানান, গত ২৩ ফেব্রুয়ারি দুপুরে মোহনপুর পর্যটন কেন্দ্রে পিকনিকে আসা নারায়নগঞ্জ ক্যামব্রিয়ান স্কুল এ্যান্ড কলেজের কিছু ছাত্র ও ছাত্রী গোসল করতে মেঘনা নদীতে নামে। এদের মধ্যে ১০ম শ্রেণির দুজন ছাত্র সাঁতার কম জানায় নদীতে ডুবে যায়। ছাত্ররা মিলে শাহরিয়ার ইশতিয়াক শামসকে (১৪) উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মৃত্যুবরণ করে। আর ১০ম শ্রেণির সুসমিত সাহা নিখোঁজ থাকে।
পরবর্তীতে নিখোঁজ ছাত্রের লাশ উদ্ধারে কোস্টগার্ড আউটপোস্ট মোহনপুর সার্চ এ্যান্ড রেসকিউ অপারেশন পরিচালনা করে আজ রবিবার মোহনপুর পর্যটন কেন্দ্রের সামনে মেঘনা নদী থেকে সুসমিত সাহার (১৫) মরদেহ উদ্ধার করে।
পরে মরদেহটি মোহনপুর নৌ-পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। রবিবার দুপুরে বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।
বিডি প্রতিদিন/এএ