খাগড়াছড়ির মাটিরাঙ্গায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত হয়েছেন। রবিবার বিকেল ৩টার দিকে মাটিরাঙ্গার সাপমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাকচালকের নাম রাজন (৪০)।
পুলিশ জানায়, চট্টগ্রামগামী একটি বাস আলুটিলা পাহাড় নামার সময় পাথর বোঝাই ট্রাকের সাথে সংঘর্ষে হয়। এতে ঘটনাস্থলে ট্রাকচালক নিহত হয়। বাসের ৭ জন যাত্রী আহত হয়েছেন। তাদের মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকারিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সড়কের পাশের একটি গাছের সাথে বাস আটকে পড়ায় রক্ষা পেয়েছে যাত্রীরা।
বিডি প্রতিদিন/এএম